মিডিয়া ভূবন : ‘সুরঞ্জনা, আজো তুমি আমাদের পৃথিবীতে আছো; পৃথিবীর বয়সিনী তুমি এক মেয়ের মতন; কালো চোখ মেলে ওই নীলিমা দেখেছো; গ্রীক হিন্দু ফিনিশিয় নিয়মের রূঢ় আয়োজন; শুনেছো ফেনিল শব্দে তিলোত্তমা-নগরীর গায়ে; কী চেয়েছে? কী পেয়েছে? – গিয়েছে হারায়ে।’ জীবনান্দ দাশের ‘সুরঞ্জনা’ এভাবে অক্ষরবৃত্তে আবদ্ধ না থেকে এবার আসছে চলচ্চিত্রের পর্দায়।
জীবনাননন্দ দাশের বিভিন্ন কবিতায় নারী বিষয়ক নানা প্রশ্ন যেমন উপস্থাপিত হয়েছে, তেমনি আবার তাদের প্রকৃত ও বাস্তবস্বরূপও আবিস্কারেরও চেষ্টা করা হয়েছে। অর্থাৎ তার কবিতায় স্থান পেয়েছে নারীর বহুমাত্রিকতা। সুরঞ্জনা ছবির চিত্রনাট্যে স্থান দেওয়া হয়েছে একই বৃন্তে দুটি ফুলের মতো দুই জন নারীকে। তারা হলেন সুরঞ্জনা ও সূচনা। এই দুটি চরিত্রে যথাক্রমে অভিনয় করবেন আচল ও শাকিলা পারভীন। আচল এর আগে ভুল, বেইলী রোড করে আলোচনায় এসেছেন। শাকিলা পারভীন শোবিজ জগতে নতুন হলেও মিডিয়া জগতে তিনি যথেষ্ট পরিচিত। মিউজিক ভিডিও, নাটকের জগতই এখন পর্যন্ত তার বিচরণ ক্ষেত্র। সম্প্রতি তিনি চলচ্চিত্রের সঙ্গেও যুক্ত হয়েছেন। অভিনয় করছেন জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘কলিজাতে দাগ লেগেছে’।
তার সঙ্গে এবার যুক্ত হলো ‘সুরঞ্জনা’ ছবিটি। এই নিয়ে আচল বা শাকিলা এখনই কিছু বলতে চাইছেন না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বল্প পরিসরে তথ্য দেওয়া হচ্ছে। বাংলা কাব্যে যে কয়জন কবি আধুনিকতার পথ দেখিয়েছেন জীবনান্দ দাশ তাদের অন্যতম। আকবর আলী খান লিখেছেন, ‘শঙ্খমালা’, ‘শ্যামলী’, ‘সুরঞ্জনা’র মতো কবিতায় কেবল একক কোনো নারীর কথা বলা হয়নি, তার গভীরে কাজ করছে কখনো যৌনতা, কখনো প্রাচ্যে নারীর প্রতিকৃতি, কখনো স্রেফ রূপবতী নারীরা, যারা ধর্ম, সমাজ সংস্কারের সমস্ত বেড়াজাল সত্ত্বেও টিকে আছে। গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন। বুদ্ধদেব বসু তাকে ‘নির্জনতম কবি’ বলে আখ্যায়িত করেছেন।
অন্যদিকে, অন্নদাশঙ্কর রায় তাকে ‘শুদ্ধতম কবি’ অভিধায় আখ্যায়িত করেছেন। জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মাঝে রয়েছে রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা ইত্যাদি।