মিডিয়া ভূবন.কম : আমরা মিউজিশিয়ান। আমরা ভাই মরলো কেনো? আপনারা চাইলেই আমাদের ওপর গাড়ি তুলে দিতে পারেন না। মিউজিশিয়ান হানিফ ভাই ও পার্থ গুহ দাদার হত্যার বিচার চাই। আমাদের নিরাপদ সড়ক দিন’-শহীদের লেখা এসব কথা আর ব্যানারটি যেন বাংলাদেশের সব মিউজিশিয়ানের প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে।
আর তাই তো ১৪ মার্চ (রোববার) করা শহীদের ফেসবুক পোস্টটি রীতিমত ভাইরাল। এরইমধ্যে পাঁচশর বেশি শেয়ার পড়েছে পোস্ট্টি। ১৩ মার্চ ভোরে শোয়ের উদ্দেশে কক্সবাজার যাওয়ার সময় চ্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রতিবাদে এভাবে একাই রাস্তায় দাঁড়িয়ে গেলেন ‘দূরবীন’ ব্যান্ডের দলনেতা ও গায়ক সৈয়দ শহীদ। যে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশের স্বনামধন্য দুই মিউজিশিয়ান হানিফ আহমেদ (প্যাড ও পার্কাসন বাদক) ও পার্থ গুহ (প্যাড বাদক)।