মিডিয়া ভূবন: কয়েক বছর আগে ‘জোছনা’ গান দিয়ে সংগীতপ্রেমীদের হৃদয়ে আলো ফেলেছিলেন অদিতি রহমান দোলা। এরপর প্রকাশ হয়েছে আরও বেশ কয়েকটি গান। ‘জলভ্রম’ গানে ধ্রুপদি, রক, পপ, র্যাপের মিশ্রণ আর কণ্ঠের ইন্দ্রজালে মুগ্ধ হয়েছিল শ্রোতা। এরই মধ্যে দোলার কণ্ঠের দুলুনিতে মগ্ন হয়েছেন অসংখ্য তরুণ। দোলাভক্তদের জন্য ফের সুখবর। শিগগিরই আসছে তাঁর নতুন গান ‘দুজনে দুজনার’।
ভালোবাসার এ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মেনন খান-শফিক রিপু। কথা লিখেছেন জাওয়াদ খালিদ। সম্প্রতি সিলেটের প্যালেস রিসোর্টে দুদিন মিউজিক ভিডিওর শুট হয়েছে।
এ মিউজিক ভিডিওর মাধ্যমে গায়িকা দোলা মডেল হিসেবে হাজির হচ্ছেন। তাঁর সহ-অভিনেতা সামির ওবায়েদ। ভিডিওটি নির্মাণ করেছেন প্রীত রেজা। শিগগিরই মিউজিক ভিডিওটি প্রকাশ করা হবে।
মঙ্গলবার সন্ধ্যায় নতুন গান ও এর মিউজিক ভিডিও প্রসঙ্গে অদিতি রহমান দোলা বলেন, ‘একে তো প্রথম সলো মিউজিক ভিডিও আমার এবং প্রথম বার অভিনয় করলাম। অনেক এক্সসাইটিং ছিল এবং নার্ভাসও একটু ছিলাম। কারণ, যে রোলটা প্লে করেছি—অনেক সেনসিটিভ একটা রোল। এ মিউজিক ভিডিওতে আমার কান্নার কিছু দৃশ্য আছে, যেগুলো একদমই রিয়েল। আই মিন, গ্লিসারিন আনার আগেই চোখে পানি চলে এসেছিল। মুহূর্তগুলোই এমন ছিল। পরিচালক প্রীত রেজা এবং পুরো টিমের সহায়তায় আশা করি আমরা ভালো একটা কাজ করতে পেরেছি। বাকিটা দর্শক বলবেন।