মিডিয়া ভূবন ডেস্ক : ঢাকাই ছবির শীর্ষ নায়িকাদের একজন মাহিয়া মাহি। সংসার ও শুটিং দু’টোই সমানভাবে সামলে চলেছেন তিনি। সুযোগ পেলেই স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে ঘুরতে যান। কোন কোন সময় আবার অন্য তারকাদের সঙ্গে আড্ডাতেও স্বামীকে নিয়ে হাজির হন মাহি।

কোনো চলচ্চিত্রেই একসঙ্গে দেখা যায়নি চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা মিম ও মাহিয়া মাহিকে। আপাতত সে রকম কোনো সম্ভাবনাও নেই। চলচ্চিত্রে হয়নি তো কী হয়েছে, একসঙ্গে ছবি তুললে ক্ষতি কী! সম্প্রতি তেমনই একটি স্থিরচিত্রে এক ফ্রেমে দেখা গেছে তাদের।
জানা গেছে, একটি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন এ তিন নায়িকা। সেখানেই আড্ডার এক ফাঁকে ক্যামেরাবন্দি হন তারা। ছবিটি মিমের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হলে সেটি নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়।