মিডিয়া ভূবন.কম : নির্মাতা অনন্য মামুন পরিচালিত ‘মেকআপ’ চলচ্চিত্র বিনা কর্তনে মুক্তি পাচ্ছে। ছবিটি ২১ মার্চ রাত ৮টায় অনলাইন প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাবে। গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটি প্রদর্শনের উপযুক্ত নয় বলে নিষিদ্ধ করেছিল। তবে অনলাইনে মুক্তি নিয়ে কোন বাঁধা নেই বললেন পরিচালক নিজেই।

অনন্য মামুন বলেন, মাত্র ৫০ টাকার অনলাইন টিকেটের মাধ্যমে ছবিটি দেখতে পারবেন যেকোন দর্শক। ছবিটি নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরাও ছবিটি পুনরায় দেখেছি। এতে কাউকে ছোট করার কোনও উপাদান নেই। তাই আমরা অনলাইনে মুক্তি দিচ্ছি। আর যেহেতু সেন্সর বোর্ড থেকে ছবিটি সম্পাদনার কোনও নির্দেশনা নেই, তাই একই অবস্থায় এটি মুক্তি পাবে।’
উল্লেখ্য, ২০১৯ সালের ২ জুলাই থেকে সিনেমাটির শুটিং শুরু হয়। সুনামগঞ্জ, পুরান ঢাকা, ভারতের রামুজি ফিল্ম সিটিতে শুটিং হয়েছে সিনেমাটির। পরিচালনার পাশাপাশি সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন নির্মাতা অনন্য মামুন নিজেই।